বেনাপোলের সীমান্তে মরুভূমির উটের রহস্যঘেরা খামার

বেনাপোলের সীমান্তে মরুভূমির উটের রহস্যঘেরা খামার

খামারের মালিক বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যশোর-১ শার্শা আসনের সাবেক এমপি আফিল উদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পুটখালী গ্রামের ‘গোল্ড’ নাসির। স্থানীয়ভাবে তিনি ‘সোনা ও অস্ত্র চোরাচালানের গডফাদার’ হিসেবে পরিচিত। গরু, ছাগল, ষাঁড়ের পাশাপাশি এবার উটের খামার করেছেন তিনি।

৩০ মে ২০২৫